১. প্রাপ্ত নম্বরের বেলায় অভিযোগ থাকলে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম সাহেবের মাধ্যমে পারচা সানি নজরের আবেদন করতে পারবেন।
২. আবেদনপত্রে সকল ছাত্রের নাম, কিতাবের নাম, রোল নম্বর ও প্রাপ্ত নম্বর একই তালিকায় ইমতেহান বিভাগে জমা দিতে হবে। পৃথক পৃথকভাবে গ্রহণ করা হবে না।
৩. সানি নজরের আবেদন ২০ শাওয়ালের মধ্যে করতে হবে। পারচাপ্রতি নিম্নহারে ফি প্রদান করতে হবে। মারহালায়ে ফযিলত, সানো. উলয়া, সানো. আম্মাহ ১০০/- মারহালায়ে মুতাওয়াসসিতাহ ও ইবতেদাইয়্যাহ ৬০/-
ঘোষণায়: ইমতেহান বিভাগ
আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ