সনদ ও নম্বর পত্রের আবেদন ফরম

জরুরি জ্ঞাতব্য:

আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের কয়েক মাসের মধ্যেই সনদ প্রস্তুত করে বার্ষিক সাধারণ সভায় বিতরণ করা হয়ে থাকে। মাদরাসার প্রতিনিধি সভায় উপস্থিত হয়ে অথবা পরবর্তীতে অফিসে এসে নিজ প্রতিষ্ঠানের সকল সনদ গ্রহণ করবেন, অতঃপর সকল পরীক্ষার্থীর কাছে তা হস্তান্তর করবেন।

মাদরাসা থেকে সনদ গ্রহণের পর যদি কারো সনদ হারিয়ে যায় বা সনদে কোনো সংশোধনীর প্রয়োজন হয় তাহলে নিচে প্রদত্ত ফরমের নির্দেশনা অনুযায়ী অফিস থেকে পুনরায় সনদ উত্তোলন করা যাবে।

১৪৪১ হি. সনে করোনা প্রাদুর্ভাবের কারণে শুধু হিফযের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এবং ফযিলত মারহালায় পরীক্ষার ফি’ দাখিলকারীদেরকে মাদরাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সনদপত্র প্রদান করা হয়েছে। অন্যান্য মারহালায় ফি’ দাখিলকারীরাও সংশ্লিষ্ট মাদরাসা থেকে প্রতিষ্ঠানের প্যাডে কর্তৃপক্ষের সীল ও স্বাক্ষরসহ ২য় সাময়িক পরীক্ষার নম্বরপত্র জমা দিয়ে এদারা থেকে সনদ গ্রহণ করতে পারবে।

File name : Certificate-and-Mark-Sheet-Form.pdf