সনদ ও নম্বর পত্রের আবেদন ফরম

জরুরি জ্ঞাতব্য:

আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের পর সনদ প্রস্তুত করে কয়েক মাসের মধ্যেই মাদরাসাসমূহে সনদ বিতরণ করা হয়ে থাকে। মাদরসার প্রতিনিধি যথা সময়ে অফিসে উপস্থিত হয়ে নিজ প্রতিষ্ঠানের সকল সনদ গ্রহণ করবেন। অতঃপর সকল পরীক্ষার্থীর কাছে তা হস্তান্তর করবেন।

মাদরাসা থেকে সনদ উত্তোলনের পর যদি কারো সনদ হারিয়ে যায় বা সনদে কোনো সংশোধনীর প্রয়োজন হয় তাহলে নিচে প্রদত্ত ফরমের নির্দেশনা অনুযায়ী অফিস থেকে পুনরায় সনদ উত্তোলন করা যাবে।

File name : Certificate-and-Mark-Sheet-Form.pdf