বিশেষ ঘোষণা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

জনাব,
আপনার জানা আছে যে, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সর্বপ্রাচীন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড। এদারার রয়েছে নিজস্ব প্রকাশিত অনেক বই। যেগুলোতে সময় সময় সংস্কার, সংশোধন, সংযোজন ও বিয়োজন করা হয়ে থাকে। যা চলমান একটি প্রক্রিয়া।
বিগত ১১/০৭/২০১৯ তারিখে অনুষ্ঠিত নেসাব কমিটি আবারো (ইব. চতুর্থ থেকে মুতা. চতুর্থ পর্যন্ত) এদারা প্রকাশিত বইসমূহ সংস্কারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। তাই নিম্নোল্লিখিত বিষয়সমূহ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। এ ছাড়া  অন্যান্য বিষয়েও পরামর্শ দেওয়া যাবে।

(পরামর্শদাতার পূর্ণ পরিচয় ও মোবাইল নম্বর লিখতে হবে)

পরামর্শ বা মন্তব্য প্রদানের শেষ তারিখ: ২২ আগস্ট ২০১৯, মোতাবেক ২০ জিলহজ ১৪৪০ হিজরি।
পরামর্শ প্রেরণের ঠিকানা: এদারা ভবন ৪র্থ তলা, সোবহানীঘাট, সিলেট, বাংলাদেশ। Email: [email protected]

বিশেষ দ্রষ্টব্য: ইবতেদায়ি প্রথম থেকে তৃতীয় পর্যন্ত এদারা নূরানী করার সিদ্ধান্ত হয়েছে। তাই এ তিন জামাতের বইসমূহ সম্পর্কে আপাতত কোনো মন্তব্য করার প্রয়োজন নেই।

বইয়ের নাম  : ——————————————————–

জামাত         : ——————————————————–

  • বানানগত
  • ব্যাকরণগত
  • তথ্যগত
  • আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা পরিপন্থী বা দেওবন্দের নজরিয়াবিরোধী কোনো কিছু থাকলে
    কাগজ, মুদ্রণ, সেটিং ও প্রচ্ছদ ইত্যাদি।
  • বিবিধ

অনুরোধক্রমে
(মাওলানা আব্দুল বছীর)
নাযিমে উমূমী, অত্র এদারা
মোবা. ০১৭১২-৬০১১৩২

তারিখ: ২০/০৭/২০১৯ ঈসায়ী