পারচা সানি নজরের নিয়মাবলি
১. প্রাপ্ত নম্বরের বেলায় কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম সাহেবের মাধ্যমে নাযিমে ইমতেহান বরাবরে পারচা সানি নজরের আবেদন করতে পারবেন।
২. আবেদনপত্রে ছাত্রের নাম, কিতাবের নাম, রোল নম্বর ও প্রাপ্ত নম্বর একই তালিকায় ইমতেহান বিভাগে জমা দিতে হবে। পৃথক পৃথকভাবে আবেদন গ্রহণ করা হবে না।
৩. পারচা প্রতি নিম্ন হারে ফি প্রদান করতে হবে : মারহালায়ে তাকমিল, ফযিলত, সানোবিয়্যাহ উলয়া, সানোবিয়্যাহ আম্মাহ ৮০/- (আশি টাকা) ও মারহালায়ে মুতাওয়াসসিতাহ ও ইবতেদাইয়্যাহ ৫০/- (পঞ্চাশ টাকা)।
৪. সানি নজরের আবেদন ২০শে শাওয়ালের মধ্যে করতে হবে।
পরীক্ষা বিভাগ
আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ