ঘোষণা

April, 2019

  • 25 April

    পরীক্ষা সংক্রান্ত জরুরী ঘোষণা

    পরীক্ষা পরিবর্তন সংক্রান্ত জরুরী ঘোষণা এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আযাদ দ্বীনী এদারার মুহতারাম সদর শায়খ জিয়াউদ্দীন সাহেব এবং সিনিয়র নায়বে সদর শায়খ মুহিব্বুল হক গাছবাড়ী সাহেব এর সিদ্ধান্তক্রমে তাকমীলের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এদারার পূর্ববর্তী ঘোষণা প্রত্যাহার করা হলো। অতএব হাইয়াতুল উলয়ার ঘোষণা অনুযায়ী দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘোষণাক্রমে শায়খ আব্দুল বছির মহাসচিব, আযাদ দ্বীনী এদারা