শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (রাহমাতুল্লাহি আলাইহি) ইনতেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিন ছিলেন উপমহাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমে দ্বীন। দীর্ঘ পঞ্চাশ বছর যাবত বাংলাদেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও শায়খুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর হাত ধরেই কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের মাস্টার্স সমমানের স্বীকৃতি বাস্তবায়ন হয়েছিলো। কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর চেয়ারম্যান ছিলেন প্রতিষ্ঠাকাল থেকেই। বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক কিতাবাদিও তিনি রচনা করেছেন। বাংলাদেশে মুসলিম সমাজের জাগরণে শক্তিশালী একজন রাহবার ছিলেন তিনি। সর্বজন-বরেণ্য শতবর্ষী এই মহান মনীষীর ইনতেকালে বাংলাদেশের মুসলিম সমাজ তাদের অন্যতম একজন অভিভাবক কে হারালো। আল্লাহ তাঁর উপর রহম করুন এবং জান্নাতের উঁচু মাকামে আসীন করুন। তাঁর পরিবার-পরিজনকে সবরে জামীলের তাওফিক দিন। আমাদেরকে তাঁর যোগ্য উত্তরসূরী হওয়ার তাওফিক দান করুন। আমীন। আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসা তাঁর মাগফিরাতের জন্য বিশেষ দু‘আর আয়োজন করেছে। দেশের সকল উলামায়ে কেরাম, মাসরাসার ছাত্র-শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসলিমদের নিকট এদারার পক্ষ হতে বিশেষভাবে মরহুমের জন্য দু‘আর আবেদন করা হচ্ছে। শোকসন্তপ্ত: সভাপতি মাও. শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহ.সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মাও. শায়খ মুহিব্বুল হক, সহ.সভাপতি মুফতি শফিকুল আহাদ, মহাসচিব মাও. আব্দুল বছীর, সহ.মহাসচিব মাও. হাফিয মুহসিন আহমদ, সহ.পরীক্ষা নিয়ন্ত্রক মাও. সৈয়দ আব্দুর রহমান, রচনা সম্পাদক মাও. হাফিয ফখরুযযামান, প্রকাশনা সম্পাদক মাও. এনামুল হক, জেলা নাযিম মাও. মুশতাক আহমদ খাঁন, মাও. আব্দুল গফফার, মাও. আব্দুল বাসিত, মাও. আব্দুল আজিজ প্রমুখ।
September, 2020
August, 2020
-
17 August
প্রকাশনা বিভাগের স্টাফগণ
প্রকাশনা সম্পাদক: মাওলানা মুশতাক আহমদ খাঁন (মুহতামিম- জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি সিলেট) প্রকাশনা সচিব: মাওলানা ফখরুল ইসলাম
-
17 August
সাধারণ বিভাগের স্টাফগণ
মহাসচিব: মাওলানা আব্দুর বছীর (মুহতামিম, জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া সুনামগঞ্জ) সহকারী মহাসচিব: হাফিয মাও. মুহসিন আহমদ (মুহতামিম, জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ সিলেট) সহকারী মহাসচিব: মাওলানা এনামুল হক (মুহতামিম, জামেয়া ইসলামিয়া বহরগ্রাম গোলাপগঞ্জ সিলেট) সাধারণ সচিব: মাওলানা সাজিদুর রহমান সহকারী সাধারণ সচিব: মাওলানা ইমরান আহমদ
-
11 August
সনদ ও নম্বর পত্রের আবেদন ফরম
জরুরি জ্ঞাতব্য: আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের পর সনদ প্রস্তুত করে কয়েক মাসের মধ্যেই মাদরাসাসমূহে সনদ বিতরণ করা হয়ে থাকে। মাদরসার প্রতিনিধি যথা সময়ে অফিসে উপস্থিত হয়ে নিজ প্রতিষ্ঠানের সকল সনদ গ্রহণ করবেন। অতঃপর সকল পরীক্ষার্থীর কাছে তা হস্তান্তর করবেন। মাদরাসা থেকে সনদ উত্তোলনের পর যদি কারো সনদ হারিয়ে যায় বা সনদে কোনো সংশোধনীর প্রয়োজন হয় তাহলে নিচে প্রদত্ত ফরমের নির্দেশনা অনুযায়ী অফিস থেকে পুনরায় সনদ উত্তোলন করা যাবে।
-
11 August
পরীক্ষা বিভাগের স্টাফগণ
নাযিমে ইমতেহান : মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী (মুহতামিম, জামেয়া কাসিমুল উলূম দরগাহ সিলেট) নাইবে নাযিমে ইমতেহান: মাওলানা ইউসুফ খাদিমানি (মুহতামিম, জামেয়া দ্বীনিয়া আসআদুল উলূম রামধা, বিয়ানী বাজার, সিলেট) নাইবে নাযিমে ইমতেহান: মাওলানা সৈয়দ আব্দুর রহমান (উসতায- জামেয়া ইসলামিয়া বারকোট, গোলাপগঞ্জ, সিলেট) ইমতেহান সচিব: মাহফুযুর রহমান নাদীম